গত সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর সিবিআই সুশান্তের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করে, খবর দ্য হিন্দুস্তান টাইমস।
রিয়া তার ভাই সৌভিককে সাথে নিয়ে মুম্বাইয়ের পূর্ব সান্তাক্রোজ এলাকার এক গেস্টহাউজে হাজির হয়েছেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় সংস্থাটি।
সুশান্তের পরিবারের অভিযোগ, রিয়া সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এবং তার অর্থ ও অন্যান্য জিনিস হাতিয়ে নিয়েছেন।
সুশান্তের ফ্লাটে থাকা ক্রিয়েটিভ ম্যানেজার সিধার্থ পিটানি, রান্নার লোক নিরাজ সিং, কাজের লোক কেশব বাচনার ও বাড়ির ম্যানেজার সামুয়েল মিরান্ডাও গেস্টহাউজে গিয়েছিলেন। তাদের গত কয়েক দিনে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
রিয়ার বাবা ও ভাইকে কয়েকজন তদন্তকারী জিজ্ঞাসাবাদ করেছেন।
বিহারের পাটনায় সুশান্তের পরিবারের দায়ের করা এফআইআরের (এজহার) ভিত্তিতে সিবিআই এ অভিনেতার মৃত্যুর বিষয়টি তদন্ত করছে।
গত ১৪ জুন বান্দ্রার বাসায় সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায়।