মঙ্গলবার সকালে আশাশুনি উপজেলার হাজীপুর মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাক ড্রাইভার ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তবে তাদের নাম জানা যায়নি।
এদিকে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করতে গিয়ে তাদের মারধরের শিকার হয়েছেন আশাশুনি থানার এক এসআই।
নিহত স্কুলছাত্রী প্রীতি স্বর্ণকার (৭) আশাশুনি উজেলার কাটাখালি গ্রামের পরিমল স্বর্ণকারের মেয়ে।
স্থানীয়রা জানায়, প্রীতি স্বর্ণকার সকালে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। এসময় পারুলিয়া থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (যশোর-ট-১১-৩৩২৭) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। পরে উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং ট্রাক ড্রাইভার ও হেলপারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দেবনাথ জানান, স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা ও গ্রামবাসী একত্রিত হয়ে ট্রাকটি ভাঙচুর করে। আহত এসআই, ট্রাক ড্রাইভার ও হেলপারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।