ফিট নেশন মিডিয়ার ব্যানারে লাইফস্টাইল বিষয়ক এই রিয়েলিটি শোর নাম ‘হটলাইন কমান্ডো’।
বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সোহেল তাজ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ, সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সোহেল তাজকে। লাইফ স্টাইল নিয়ে বিদেশে বেশ কিছু রিয়েলিটি শো হলেও, বাংলাদেশে ‘হটলাইন কমান্ডো’-ই প্রথম।
আগামী সেপ্টেম্বর মাস থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি-তে ১২ পর্বের এই অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে।
সংবাদ সম্মেলনে সোহেল তাজ বলেন, রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই এ পদক্ষেপ। বহুদিন ধরেই দেশের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, জীবন যাপনের অভ্যাস ও ধরন, সচেতনতা ও দায়িত্ববোধের বিষয়গুলো নিয়ে ভাবছিলাম। সে ভাবনা থেকেই জন্ম, লাইফ স্টাইল বিষয়ক রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’-এর।
‘এ অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের ভেতরে যদি সচেতনতা বৃদ্ধি পায়, জীবনধারায় পরিবর্তন আসে তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে এবং আমরা ভবিষ্যতে আরো উৎসাহ পাবো। দেশকে ফিট রাখতে হলে দেশের মানুষকে ফিট থাকতে হবে,’ বলেন তিনি।
উল্লেখ্য, এ অনুষ্ঠানকে ঘিরে গত ক’মাসে নিজের ফেসবুক পেজে কয়েকটি ভিডিও আপলোড করেন সোহেল তাজ। যা নিয়ে নানা মহলে আলোচনা- সমালোচনা তৈরি হয়।