ফলে কিশোর-কিশোরীসহ অন্যান্যরা বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান ও নিজেকে জানতে পারছে। এই প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন এসকল প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে। এর আওতায় পরিচালিত কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের কিশোর-কিশোরী সেবাদান কর্ণারগুলো ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করে থাকে। বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিবর্তন সম্পর্কে ধারণা ও যৌন স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে তাদের সচেতন করে তুলে। এছাড়া এসময় খাদ্য, পুষ্টি ও টিকাদানসহ মাদকাসক্তি নিরাময়ের সেবা প্রদান করা হয়ে থাকে।
এছাড়া উজিরপুর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রতিমাসে ১০ থেকে ১৫টি নরমাল ডেলিভারি সম্পন্ন করে যার ফলে দরিদ্র রোগীদের জেলা কিংবা উপজেলায় আসতে হয় না। এছাড়া স্যাটেলাইট ক্লিনিক পরিচালনার মাধ্যমে গ্রামের অসচেতন মানুষদের বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কিত তথ্য ও বিনামূল্যে ঔষধ প্রদান করে থাকে। এখানে সেবা নিতে আসা রোগীরা জানালেন তাদের সন্তুষ্টির কথা।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিবার কল্যাণ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার শাহিনুর বেগম জানান, এখানে নারী সহিংসতা, মাদকাসক্তি প্রতিরোধে কিশোর-কিশোরীদের সচেতন করা হয়। এছাড়া তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এছাড়া চৌদ্দগ্রাম উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাছরীন আক্তার সুমি জানান, এখানে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, শিশুদের টিকা ও শিশু জন্মের পর মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়ে থাকে। এছাড়া যুবক যুবতীদের স্বাস্থ্য সম্পর্কে ধারণা ও পরিবার পরিকল্পার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
এগিয়ে যাচ্ছে দেশ, উন্নত হচ্ছে স্বাস্থ্য সেবার মান। আর এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের এ সকল প্রতিষ্ঠান। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সকলের।