চাঁপাইনবাবগঞ্জে আল্ট্রা হাইডেনসিটি পদ্ধতিতে আম চাষ করে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা ও আম রপ্তানিকারক ইসমাইল খান শামীম।
সনাতন পদ্ধতির চেয়ে দ্বিগুণ বেশি ফলন হয়েছে তার বাগানে। প্রতিটি গাছে ঝুলছে ফ্রুট ব্যাগিং করা থোকায় থোকায় আম। তার এই সাফল্য ব্যাপক সড়া ফেলেছে এলাকায়।
নতুন এই পদ্ধতিতে আম চাষ হচ্ছে জেনে অনেকেই দেখতে আসছেন তার বাগান। উদ্বুদ্ধ হচ্ছেন এই পদ্ধতিতে আম চাষে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষি উদ্যোক্তা ও আম রপ্তানিকারক ইসমাইল খান শামীম। ৬ বছর আগে ভারতের তামিলনাড়ু রাজ্যের কয়েমবাটরে গিয়ে আল্ট্রা হাইডেনসিটি পদ্ধতিতে আম চাষ দেখে উদ্বুদ্ধ হন তিনি। সেখান থেকে ফিরে নিজ এলাকার একাডেমি মোড় এলাকায় ৫ বিঘা জমিতে এই নতুন পদ্ধতিতে গড়ে তোলেন কাটিমন জাতের আম বাগান।
প্রচলিত নিয়মে যেখানে এক বিঘা জমিতে ৮ থেকে ১২টি গাছ লাগানো আছে। সেখানে এই বাগানে সাড়ে ৯ ফুট বাই সাড়ে ৬ ফুট দূরত্বে ২২৪টি গাছ রোপণ করা হয়েছে। সারি সারি ছোট ছোট গাছে শোভা পাচ্ছে ফ্রুট ব্যাগিং করা প্রচুর আম।