আবহাওয়া ভালো থাকায় এবার আগেভাগেই শরতের আকাশে ভেসে উঠেছে রূপবতী কাঞ্চনজঙ্ঘা বা অন্নপূর্ণা। ভারতের সিকিম আর নেপাল সীমান্তে অবস্থিত পৃথিবীর তৃতীয় ও হিমালয়ের দ্বিতীয় পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন হাতছানি দিয়ে পর্যটকদের ডাকছে। ছবির মতো ভেসে উঠা শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখে মহানন্দা নদীর পাড়েই মনে হলেও এটি আসলে ১৫০ কিলোমিটার দূরে নেপাল ও সিকিম এলাকায় অবস্থিত।
সংশ্লিষ্টরা জানান, অন্যান্য বছর অক্টোবর থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা যেত। কিন্তু এবার আগেভাগেই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাকাশে উঁকি দিচ্ছে। মেঘমুক্ত আকাশে ভোর থেকে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে এটি দৃশ্যমান হচ্ছে। তেঁতুলিয়ার প্রায় সব স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা মনোমুগ্ধকর অপরূপ দৃশ্য খালি চোখে দেখা যায়। তবে তেঁতুলিয়া ডাকবাংলো সংলগ্ন সীমান্ত নদী মহানন্দার তীর এবং শালবাহান ও বুড়াবুড়ি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলো থেকে সবচেয়ে ভালো দেখা যায়। কদিন আগে ভোর থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়েছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কোন কোন দিন তাকে দেখা যায় না। এসময় পর্যটকরা মন খারাপ করে ফিরে যেতে হয়। তেঁতুলিয়ায় এসে যদি কেউ অন্নপূর্ণাকে দেখতে না পান তাহলে মনে করবেন আপানার ভাগ্য সুপ্রসন্ন নয়।