ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ইউএনবিকে জানিয়েছেন, সরকারি আদেশ অমান্য করে বিনা প্রয়োজনে রাজধানীর যেসব বাসিন্দা বাড়ির বাইরে আসছেন তাদের বিরুদ্ধে আটজন ম্যাজিস্ট্রেট নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।
সরকার ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করার পর থেকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় প্রায় ৫০০ জনকে জরিমানা করা হয়েছে, ডিএমপি কমিশনার জানান।
‘শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে নেয়া সিদ্ধান্তের পরে আমরা শনিবার থেকে কঠোর হয়েছি,’ বলেন তিনি।
ঘরে থাকার সরকারি আদেশ অমান্য করে বৈধ কারণ ছাড়াই গাড়ি বের করার দায়ে গত ২৩ দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ ৩ হাজার ৪৪৫টি মামলা করেছে এবং ৬৩.৪১ লাখ টাকা জরিমানা করেছে।
ক্রমবর্ধমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায়, সরকার ভাইরাসটির সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং পরে তা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে।
সরকার সবাইকে বাসার ভেতরে থাকতে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া প্রয়োজনে বাইরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে।
‘তবে আমরা লক্ষ্য করেছি যে কিছু লোক জরুরি প্রয়োজন ছাড়াই রাস্তায় তাদের গাড়ি বের করছে,’ বলেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি বলেন, যারা বৈধ কারণ ছাড়াই গাড়ি বের করছেন তাদের বিরুদ্ধে তারা আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন এবং সবাইকে বাড়ির ভেতরে থাকার আহ্বান জানান।
দিন দিন করোনাভাইরাসে মৃত্যু এবং করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুরো দেশকে ‘সংক্রমণের ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ১১ (১) ধারার ক্ষমতাবলে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে অধিদপ্তর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর লোকজনকে কিছু নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।
লোকজনকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে অবশ্যই ঘরে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে পারবেন না।
এক এলাকা থেকে আরেক এলাকায় মানুষের যাতায়াত বন্ধ থাকবে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ বাইরে আসতে পারবেন না।
এসব নিয়ম লঙ্ঘন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।
বাংলাদেশে শনিবার পর্যন্ত ২ হাজার ১৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৮৪ জন।