যোবায়ের হোসেন জাকির, জাবি, ২৩ এপ্রিল (ইউএনবি)- ২৪’র জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুড়বৃত্তির ছাত্র রাজনীতির অবসান ঘটিয়ে ছাত্রসংসদভিত্তিক ছাত্র রাজনীতির দাবি ওঠে। শিক্ষার্থীদের দাবির মুখে একাধিক বিশ্ববিদ্যালয় তাদের কেন্দ্রীয় ছাত্র সংসদগুলো সচলে উদ্যোগী হয়। এই যাত্রার সবচেয়ে এগিয়ে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তোড়জোড়।
রাজনীতি সচেতন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জোড়ালো দাবির মুখে জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় গত বছরের ৩০ ডিসেম্বর। সেইসঙ্গে জাকসু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয় গত ৩১ ডিসেম্বর।
তফসিল ঘোষণার পরে ক্যাম্পাসে বিভক্ত হয়ে পড়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। দ্রুত জাকসু নির্বাচনের দাবিতে অনড় অবস্থানে চলে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন, আধিপত্যবাদবিরোধী মঞ্চ, ছাত্র ইউনিয়নের একাংশ, ইসলামি ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ এবং বর্তমানে সক্রিয় গণতান্ত্রিক ছাত্র সংসদ।
অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়নের একাংশ কিছু সংস্কার শেষে জাকসু নির্বাচনের দাবি জানায়। এরপরও জাকসু নির্বাচন পরিচালনার জন্য একে একে অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে থাকে জাবি প্রশাসন।
তারই পরিপ্রেক্ষিতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় গত ১০ জানুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় ১৫ জানুয়ারি এবং নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা হয় ২৫ জানুয়ারি।
এছাড়া নির্বাচন পরিচালনার জন্য ইংরেজি বিভাগের অধ্যাপক মনিরুজ্জামানকে সভাপতি ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলমকে সদস্য সচিব করে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেইসঙ্গে ভোটার তালিকা হালনাগাদ, পরিবেশ পরিষদ গঠন, আবাসিক হলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা, অংশীজনদের মতামতের ভিত্তিতে জাকসুর গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব তৈরি এবং এসব প্রস্তাবের প্রেক্ষিতে বিভিন্ন ছাত্র সংগঠনের কাছে চিঠি দিয়ে তাদের মতামত গ্রহণ ইত্যাদি কার্যাদিও সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে জাবি উপাচার্যের সাক্ষাৎ, পরামর্শ চাইলন জাকসু নির্বাচনের বিষয়ে
সবশেষ নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা ছিল গত ১ ফেব্রুয়ারি। পরে ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর মতানৈক্য এবং বিভাজনের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত ৬ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করার কথা থাকলেও শেষ পর্যন্ত আর ঘোষণা করা সম্ভব হয়নি।