আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার জনে।
তালেবান মুখপাত্র তথ্যটি জানিয়েছেন।
জাতিসংঘ প্রাথমিকভাবে ৩২০ জনের মৃত্যুর তথ্য দিলেও পরে জানিয়েছে, মৃতের সংখ্যা এখনও যাচাই করা হচ্ছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের একই হালনাগাদ তথ্য অনুযায়ী, স্থানীয় কর্তৃপক্ষ ১০০ জন নিহত এবং ৫০০ জন আহত হওয়ার কথা জানিয়েছে।
হালনাগাদ তথ্যে আরও বলা হয়েছে, ৪৬৫টি বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও ১৩৫টি ক্ষতিগ্রস্থ হয়েছে।
আরও পড়ুন: আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প
জাতিসংঘ বলেছে, ‘অংশীদার ও স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে। কারণ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং কিছু লোক ধসে পড়া ভবনের নীচে আটকা পড়তে পারে এমন খবর পাওয়া গেছে।’
দুর্যোগ কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ জান জানিয়েছেন, হেরাত প্রদেশের জেন্দা জান জেলার চারটি গ্রাম ভূমিকম্প ও পরবর্তী আরও কম্পনের (আফটারশক) কবলে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটি ঘটার পর তিনটি খুব শক্তিশালী আফটারশক হয়েছিল, যার মাত্রা ছিল ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ এবং ৫ দশমিক ৫। এর পাশাপাশি মৃদু কম্পনও হয়েছিল।
হেরাত শহরের বাসিন্দা আবদুল শাকর সামাদি বলেন, দুপুরের দিকে শহরে অন্তত পাঁচটি শক্তিশালী কম্পন অনুভূত হয়।
আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ১০ ভূমিকম্পপ্রবণ দেশ