আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১০ মে) তালেবান সরকারের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
বাঘলানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রাদেশিক পরিচালক এদায়েতুল্লাহ হামদর্দ জানান, বন্যায় বেশ কয়েকটি জেলায় ঘরবাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
আরও পড়ুন: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার: তালেবান মুখপাত্র
তালেবানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল্লাহ জনান সাইক জানিয়েছেন, আকস্মিক বন্যা রাজধানী কাবুলেও আঘাত হেনেছে। তিনি বলেন, খাদ্য ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে উদ্ধারকারী দলকে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে।
সাইক বলেন, এই মুহূর্তে উদ্ধার অভিযানই কর্তৃপক্ষের মূল গুরুত্বের বিষয়। পরে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে আরও সুনির্দিষ্ট পরিসংখ্যান দিতে পারবেন তিনি।
গত এপ্রিলে দেশটিতে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়। গত মাসে প্রায় দুই হাজার বাড়ি, তিনটি মসজিদ ও চারটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। বন্যায় কৃষিজমির ক্ষতি হয়েছে এবং বন্যায় আড়াই হাজার গবাদি পশু মারা গেছে বলে জানান সাইক।