কাবুল, ০৪ এপ্রিল (এপি/ ইউএনবি)- আফগানিস্তানের পশ্চিম বাদঘিস প্রদেশে সরকারি ভবনে তালেবান হামলায় সৈন্য ও পুলিশসহ ২০ জন নিহত হয়েছেন।
প্রাদেশিক কাউন্সিল সদস্য মোহাম্মাদ নাসির নাজারি জানান, বৃহস্পতিবার ভোরে বেলাল মুর্গাব জেলায় ‘ভয়াবহ হামলার’ ঘটনাটি ঘটে এবং হামলায় সরকারি সদরদপ্তরকে লক্ষ্য করা হয়েছিল।
তিনি বলেন, অন্ধকারের মধ্যে তালেবান সদস্যরা ভবনের চারপাশে থাকা নিরাপত্তা ব্যবস্থা গুড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, সেখানে নিয়োজিত প্রায় ৬০০ নিরাপত্তাকর্মীর জীবন ঝুঁকিতে রয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তালেবান মুখপাত্র কারি ইউসূফ আহমাদী হামলার দায় স্বীকার করেছেন।