আফগানিস্তানের পাকতিকা ও খোস্ত প্রদেশে বুধবার ভোরে ৬ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৯২০ জন নিহত এবং আরও ৬০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন কর্মকর্তারা।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের পাকতিকা প্রদেশে যা খোস্ত শহরের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। খোস্ত প্রদেশেও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ রেকর্ড করেছে মার্কিন জিওলজিকাল সার্ভে।
আরও পড়ুন: আফগানিস্তানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা
অনেক আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ায় উদ্ধার তৎপরতা জটিল হতে পারে। উদ্ধারকর্মীরা হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে যাচ্ছে।
পাকিস্তান সীমান্তের কাছে পাকতিকা প্রদেশের ফুটেজে দেখা যাচ্ছে, ক্ষতিগ্রস্তদের হেলিকপ্টারে করে ওই এলাকা থেকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদের সেখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।
আফগান জরুরি কর্মকর্তা শরাফুদ্দিন মুসলিমের দেয়া নিহতের তথ্যের ভিত্তিতে ২০০২ সালের পর দেশটিতে সংঘটিত এটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এর আগে ২০০২ সালে আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক এক মাত্রার ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছিল।
এর আগে দেশটির রাষ্ট্র পরিচালিত বাখতার বার্তা সংস্থার মহাপরিচালক আব্দুল ওয়াহিদ রায়ান টুইটারে লেখেন, পাকতিকায় ৯০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩
তালেবান সরকারের উপ-মুখপাত্র বিলাল কারিমি এক টুইটবার্তায় বিপর্যয় এড়াতে অবিলম্বে দুর্ঘটনা কবলিত এলাকায় টিম পাঠাতে সব সহযোগিতা সংস্থাকে অনুরোধ করেছেন।
প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ পাকতিকা ও খোস্ত প্রদেশে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ তৎপরতার সমন্বয়ের জন্য কাবুলে প্রেসিডেন্ট প্যালেসে এক জরুরি সভা আহ্বান করেছেন।