আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। এতে আড়াই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলে সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান প্রশাসন।
রোববার (৩১ আগস্ট) এক বিৃবতিতে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ৬ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পটি পাকিস্তানের সীমান্তঘেঁষা কয়েকটি প্রদেশে আঘাত হানে, এর মধ্যে দুর্গম কুনার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পাশাপাশি ভূমিধস ও বন্যার ঘটনাও ঘটেছে।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) আফগানিস্তানের অন্তর্বর্তী প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, কুনার প্রদেশ ও নানগারহার প্রদেশে ৮১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার দূরত্ব এবং সেখানে পৌঁছানোর অসুবিধার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তালেবান সরকার।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ওই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনভূত হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
আরও পড়ুন: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ৬ শতাধিক মৃত্যু, আহত ১৫০০
ভূমিকম্পটি যেহেতু অগভীর ছিল, তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে।
নুর গালে আহত ভাইকে সরিয়ে নেওয়ার সময় জাফর খান গোজার নামে এক তরুণ দ্য গার্ডিয়ানকে বলেন, ‘ঘরের দেওয়ালগুলো ধসে পড়েছে। অনেক শিশু নিহত হয়েছে, অন্যরা আহত হয়েছে।’