কাবুল, ১২ এপ্রিল (ইউএনবি)- আফগানিস্তানের উরুজগান প্রদেশে বিশেষ নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ১৮ জন তালেবান জঙ্গি নিহত হয়েছেন।
শুক্রবার জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের (এনডিএস) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এনডিএস’র বিবৃতিতে বলা হয়, অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ ভারী ও হালকা অস্ত্র, গোলাবারুদসহ সামরিক বাহিনীর পোশাক উদ্ধার করে।
তবে এসব হতাহতের ঘটনার ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।