যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কৃষ্ণাঙ্গ গাড়িচালাক ডন্ট রাইটকে হত্যার অভিযোগে মামলা হয়েছে অভিযুক্ত শেতাঙ্গ পুলিশ অফিসার কিম পটারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তাকে প্রথমবারের মত আদালতে হাজির হতে হয়।
রবিবার (১১ এপ্রিল) মিনেসোটা রাজ্যের মিনেপোলিস শহরে গাড়ি চালানোর সময় পুলিশের গুলিতে নিহত হন কৃষ্ণাঙ্গ তরুণ ডন্ট রাইট। ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠা স্থানীয় জনতা গত ৪ দিন ধরেই লাগাতার পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করছে। রাস্তায় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে পুলিশ কর্মকর্তা বরখাস্ত
২৬ বছর ধরে পুলিশ বাহিনীতে কাজ করা কিম পটার মঙ্গলবার বাহিনীর প্রধান কার্যালয় ব্রুকলিন সেন্টারে পদত্যাগপত্র জমা দেয়ার পরদনিই তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মামলা করা হয়। যদিও ১ লাখ ডলারের বন্ডে জামিন পেয়েছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা।
এদিকে সোমবার ব্রুকলিন সেন্টার পুলিশের পক্ষ থেকে বলা হয়, এটি একটি দুর্ঘটনা। কিম পটার ভুলবশত ইলেকট্রিক শক দেয়ার যন্ত্র ‘টেজার’ এর বদলে নিজের পিস্তল ব্যবহার করেন।
যদিও রাইটের পরিবার এবং বিক্ষোভকারীরা পুলিশের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, এমন ঘটনা কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশের পক্ষপাতদুষ্ট পুলিশিং-এর ফলাফল।
আরও পড়ুন: কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করায় উত্তাল যুক্তরাষ্ট্র, নিহত ২
উল্লেখ্য, ডন্ট রাইটকে পুলিশ রাস্তায় মেয়াদ উত্তীর্ণ গাড়ির কাগজ এবং পূর্বে জারিকৃত ওয়ারেন্টের জন্য থামায় এবং আটকের চেষ্টা করার মুহূর্তে ওই ঘটনা ঘটে।
মিনিয়াপোলিসেই গত বছরের মে মাসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাদের হেফাজতে নিহত হন। তিন সপ্তাহ আগে কড়া নিরাপত্তায় মিনিয়াপোলিসের একটি আদালতে ফ্লয়েড হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনের বিচার শুরু হয়।
আরও পড়ুন: নিজেদের প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলটকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র নৌবাহিনী