স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি গ্যাস স্টেশনে নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র ব্যক্তিদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কেনোসা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভকারীরা শহরের যে স্থানে সমবেত হয়েছিল সেখানে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে গুলির ঘটনা ঘটে। একটি আদালতের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে কর্তৃপক্ষের সাথে এ সংঘর্ষ ঘটে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহতদের একজন মাথায় এবং আরেকজনের বুকে গুলি লেগেছে। তবে আহত অন্যজনের কোথায় গুলি লেগেছে তা জানা যায়নি।
কেনোসা শহরে পুলিশের গুলিতে গত রবিবার সন্ধ্যায় জ্যাকব ব্ল্যাক নামের এক কৃষ্ণাঙ্গ গুরুতর আহত হন।
এ ঘটনায় মঙ্গলবার আবারও কারফিউ অমান্য করে কেনোসা শহরে শত শত বিক্ষোভকারী জমায়েত হয়। এর আগে সেখানে তারা আগুন লাগানো ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুরসহ ধ্বংসাত্মক বিক্ষোভ শুরু করে।
কেনোসা নিউজের এক সংবাদে বলা হয়েছে, এসময় বিক্ষোভকারীরা ৩৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে যাতে ৩০ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে।