রাশিয়ার মস্কোয় শুক্রবার রাতে দীর্ঘ আলোচনার পর শনিবার দুপুর থেকে নাগর্নো-কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতিতে একমত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান।
আর্মেনিয়ান, আজারবাইজানীয় এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে যুদ্ধবিরতির এ চুক্তি ঘোষণা করেন বলে শনিবার সকালে জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
মস্কোতে হওয়া চুক্তি অনুযায়ী, শনিবার স্থানীয় সময় বেলা ১২টা থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে এবং উভয় দেশের মধ্যে বন্দী বিনিময় এবং মৃতদেহ উদ্ধারের সুযোগ থাকবে।
নাগোর্নো-কারাবাখকে কেন্দ্র করে গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংঘাতে এরইমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন হাজারও মানুষ এবং কয়েক শ প্রাণহানি হয়েছে।
নাগোর্নো-কারাবাখকে আজারবাইজান নিজেদের বলে দাবি করলেও অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন।
এর আগে, ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত এ অঞ্চলকে ঘিরে দুই দেশের মধ্যে যুদ্ধ চললেও পরে যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়।