ইন্দোনেশিয়ার দুর্গম নাতুনা দ্বীপপুঞ্জের একটি পাহাড়ি গ্রামে ভূমিধসের ঘটনায় কয়েক টন মাটির নিচে চাপা পড়া আরও লাশ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।
বৃহস্পতিবার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে আশপাশের পাহাড় ধসে পড়ে এবং দক্ষিণ চীন সাগরের প্রান্তে নাতুনা দ্বীপপুঞ্জের একটি ছোট্ট দ্বীপের জেন্টিং গ্রামে ৩০টি বাড়ি চাপা পড়ে।
এতে আরও বলা হয়, কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার সংস্থা, পুলিশ এবং সামরিক বাহিনীর ২০০ জনেরও বেশি উদ্ধারকর্মীকে এখনও নিখোঁজ ৩৩ জনের সন্ধানে মোতায়েন করেছে। যারা ভূমিধসের কারণে প্রায় ৪ মিটার গভীরে আটকা পড়ে।
আরও পড়ুন: পেরুতে প্রবল বর্ষণে ভূমিধসে ৩৬ জনের মৃত্যু
ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান সুহারিয়ান্তো বৃহস্পতিবার জানিয়েছেন, আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার গভীর রাতে তাদের জেন্টিং থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে বোর্নিও দ্বীপের পন্টিয়ানাক শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্যোগস্থলের আশেপাশে ভারী বৃষ্টিপাতের কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যাহত হয়। সুহারিয়ান্তো বলেন, আবহাওয়ার কারণে বেশ কয়েকবার অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হতে হয় এবং যোগাযোগ লাইন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।
সোমবারের ভূমিধসে প্রায় এক হাজার ৩০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের চারটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন সুহারিয়ান্তো।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ ৯