ইন্দোনেশিয়া, ২৯ এপ্রিল (এপি/ইউএনবি)- ইন্দোনেশিয়ায় মৌসুমী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৯ জনের প্রাণহানি ঘটেছে এবং এতে আরও হাজারও নিখোঁজ রয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা একথা জানিয়েছে।
রবিবার সংস্থাটি জানায়, বেংকুলুর সুমাত্রা প্রদেশে ১৭ জন ও রাজধানী জাকার্তার কিছু অংশে বন্যায় দুইজন মারা গেছে। এতে আরও বলা হয়েছে, বেংকুলুতে ৯ জন নিখোঁজ রয়েছে এবং ১২ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে।
সংস্থাটি জানায়, বিদ্যুৎ না থাকার কারণে, প্রবেশযোগ্য সড়কের অভাব ও বিভিন্ন দুর্যোগের আঘাতপ্রাপ্ত এলাকাগুলোর মধ্যে বৃহত্তর দূরত্বের কারণে সহায়তা প্রদান ব্যাহত হচ্ছে।