টানা দ্বিতীয় বছরের মতো এবারও ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন না।
এ বিষয়ে বিশ্বস্ত একটি সূত্র ইউএনবিকে জানায়, দেশটির করোনা পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাওয়ায়, দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
পাঁচ দশক পর গতবছর ভারত তার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনো বিদেশি অতিথিকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় নি।
১৯৫০ সালে দেশটির সংবিধান কার্যকরের দিনটির স্মরণে প্রতিবছর জানুয়ারি মাসের ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে ভারত।
আরও পড়ুন: বাঙালি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ আর নেই
করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত বছরের মতো এবারও ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সীমিত পরিসরে করার সিদ্ধান্ত নেয়। করোনার আগে যেখানে এক লাখ ১৫ হাজার অতিথি আমন্ত্রিত হতো, এবার সেখানে মাত্র ২৪ হাজার অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে।
গত বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু ভারতের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায়, বরিস তার ভারত সফর বাতিল করেন।
উল্লেখ্য, এর আগে ১৯৬৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আকস্মাৎ মৃত্যুতে সে বছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনো বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয় না। সে বছর প্রজাতন্ত্র দিবসের দুই দিন আগে ২৪ জানুয়ারি প্রয়াত ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৯