ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে এবং রাতারাতি এক হাজারেরও বেশি মানুষের মাঝে ভাইরাসটি সংক্রমিত হয়েছে।
এ নিয়ে ইরানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৮২৩ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কি না তা পরীক্ষা করে দেখার জন্য সারা দেশে প্রায় ১৬ হাজার মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে বলেও জানান তিনি।
ইরানের রাজধানী তেহরানে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। শহরটিতে দেড় হাজারেরও বেশি মানুষের মধ্যে এ ভাইরাস সংক্রমিত হয়েছে।
এছাড়া, শিয়াদের পবিত্র শহর কোমে ৬৬৮ জন এবং উত্তরাঞ্চলীয় মাজান্দ্রান প্রদেশে ৬০৬ জনকে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের এক লাখেরও বেশি মানুষ।