চীনের হুবেই প্রদেশে শনিবার নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। এছাড়া সন্দেহভাজন বা উপসর্গহীন কাউকেও পাওয়া যায়নি।
রবিবার প্রাদেশিক স্বাস্থ্য কমিশন বিষয়টি নিশ্চিত করেছে।
বর্তমানে তিনজন উপসর্গহীনসহ ১২৪ জন মেডিকেল অবজারভেশনে রয়েছেন।
শনিবার পর্যন্ত হুবেই প্রদেশে ৬৮ হাজার ১৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তারমধ্যে ৬৩ হাজার ৬২৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। প্রদেশে এই ভাইরাসে ৪ হাজার ৫১২ জন মারা গেছেন।