করোনা মোকাবিলা
করোনা মোকাবিলা: বাংলাদেশকে আরও ১১.৪ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র
করোনা মোকাবিলায় জরুরি সহায়তা হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে আরও ১১.৪ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ।
এতে বলা হয়, এই সহায়তা জীবন-রক্ষাকারী মেডিকেল সরঞ্জাম ও অক্সিজেন সরবরাহ ও কার্যকর কোভিড-১৯ টিকা প্রচারাভিযানের জাতীয় প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে। পাশাপাশি দেশব্যাপী ক্রমবর্ধমান রোগীদের মানসম্মত চিকিৎসা প্রদান ও সেবাযত্মের মান বাড়াতে ভূমিকা রাখবে।
আরও পড়ুন: অফশোর তেল ও গ্যাস অনুসন্ধানে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, ঐতিহাসিক আমেরিকান রেসকিউ প্ল্যানের (আমেরিকান উদ্ধার পরিকল্পনা) মাধ্যমে দেয়া এই বর্ধিত অনুদান বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবিলায় আমাদের দেয়া চলমান সহায়তারই অংশ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোভিড-১৯ মোকাবিলা কার্যক্রমে সহায়তাকারী সর্ববৃহৎ দাতা দেশ। আমেরিকা বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে বিগত পাঁচ দশক ধরে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করে আসছে। মহামারির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এই বিশেষ চ্যালেঞ্জিং মুহূর্তে আমাদের অংশীদারিত্ব অন্য যেকোন সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্র সরকার মহামারির শুরু থেকে বাংলাদেশের কোভিড-১৯ মোকাবিলা কার্যক্রমে সহায়তা করতে নতুন এই তহবিলসহ মোট ৯৬ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে এবং বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে।
যুক্তরাষ্ট্রের দেয়া কোভিড-১৯ সহায়তার মধ্যে ৫৫ লাখ ডোজ মডার্না টিকা ও দেশব্যাপী জাতীয় টিকা প্রচারাভিযান কার্যক্রম পরিচালনার সামর্থ্য বৃদ্ধিতে সহায়তা করা অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: দেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে ওয়াশিংটনে স্টেকহোল্ডারদের সভা
এদিকে, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্স টিকাদান প্রচেষ্টাকে সহায়তা করতে ইতোমধ্যে ২ বিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে এবং পরবর্তীতে আরেও ২ বিলিয়ন ডলার প্রদানের অঙ্গীকার করার মধ্য দিয়ে বিশ্বের মানুষের কাছে ন্যায়সঙ্গতভাবে কোভিড-১৯ টিকা পৌঁছে দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম দাতা দেশে পরিণত হয়েছে।
৩ বছর আগে
করোনা মোকাবিলা: বাংলাদেশকে আরও ৯০ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড
বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা আবার বেড়ে যাওয়ায় কমিউনিটি ভিত্তিক কার্যকর প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার জন্য অতিরিক্ত ৯.৮ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ৯০ কোটি টাকা) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সুইজারল্যান্ড।
বৃহস্পতিবার (১ জলাই) সুইজারল্যান্ডের দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্থানীয় জনগণকে অতিমারির বিস্তার রোধে সহায়তা এবং আর্থ-সামাজিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে এই অতিরিক্ত তহবিল ব্যয় হবে। এই উদ্দেশে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সহযোগীদের নিয়ে এবং বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ সহযোগিতায় সুইজারল্যান্ড কাজ করে যাবে।
আরও পড়ুন: শুক্র ও শনিবার মডার্নার ২৫ লাখ টিকা আসছে দেশে
বিবৃতিতে আরও বলা হয়, গত বছরের এপ্রিলে করোনা প্রাদুর্ভাবের পর থেকে প্রান্তিক জনগোষ্ঠী এবং সম্মুখসারির সংস্থাগুলোকে সহায়তা করার জন্য সুইজারল্যান্ড বাংলাদেশজুড়ে ২০টি প্রকল্পে ১৭ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ১৬০ কোটি টাকা) অর্থসহায়তা প্রদান করেছে।
দূতাবাস জানায়, এই কার্যক্রমগুলি করোনার নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে সময়োচিত প্রতিকার প্রদানে কার্যকর ভূমিকা রেখেছে। সুইস সহযোগিতায় এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে সচেতনতা ও প্রশিক্ষণ লাভ করেছে। ১০ লাখ মানুষ কোভিড-১৯ এর উন্নত চিকিৎসার জন্য টেলিমেডিসিন পরিষেবা পেয়েছে। ১ লাখ ৩০ হাজার নিম্নবিত্ত মানুষের কাছে স্বাস্থ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। এছাড়াও ১ লাখ ১৫ হাজার মানুষকে নগদ অর্থসহায়তা এবং ৬০ হাজার জনকে পুষ্টিকর খাবার প্রদান করা হয়। পাশাপাশি লিঙ্গ ভিত্তিক সহিংসতা থেকে বেঁচে যাওযা়দের মনস্তাত্ত্বিক এবং আইনি সহায়তা প্রদানের জন্য চারটি হেল্পলাইন স্থাপন করা হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন: সহায়তা অব্যাহত রাখার আশ্বাস বেইজিংয়ের
বিবৃতিতে বলা হয়, সবার জন্য আগামী দিনগুলোতে ভ্যাকসিন নিশ্চিত করাই হবে এই অভূতপূর্ব বৈশ্বিক সঙ্কট থেকে মুক্তির একটি অন্যতম চাবিকাঠি। কোভ্যাক্স উদ্যোগে অতিরিক্ত ৩০০ মিলিয়ন সুইস ফ্র্যাংক সহায়তার প্রতিশ্রুতি দেয়ার পর সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল গতকাল এই বৈশ্বিক উদ্যোগে ৪০ লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুদানের ঘোষণা দিয়েছে যা উন্নয়নশীল দেশগুলিতে আরও অধিক পরিমাণে টিকা দ্রুত সরবরাহে সাহায্য করবে।
৩ বছর আগে
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্ব বর্হিবিশ্বে প্রশংসিত: হানিফ
শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলা সম্ভব হয়েছে যা বর্হিবিশ্বে প্রশংসিত হয়েছে বলে মন্ত্রব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ
তিনি বলেন, ‘করোনা দুর্যোগে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খেয়ে গেছে, লাখ লাখ লোক যেখানে মারা যাচ্ছে, কোটি কোটি মানুষ আক্রান্ত, তারাও এখনো সবাইকে ভ্যাকসিন দিতে পারে নাই। সেখানে আমাদের মতো দেশে সীমিত সম্পদ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সাথে সরকার, চিকিৎসক ও বিশেষজ্ঞরা মিলে করোনা মোবাবিলা করতে সক্ষম হয়েছে। এবং বিশ্বের বিভিন্ন দেশের কাছে তা প্রশংসিত হয়েছে।’
আরও পড়ুন: হেফাজতের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে: হানিফ
শুক্রবার সকালে কুষ্টিয়া শেখ রাছেল স্টেডিয়ামে করোনাকালী ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, আমাদের সফলতা নিয়ে যারা সমালোচনা করছেন তারা যখন গুরুত্বপুর্ণ পদে ছিলেন তারা তাদের দায়িত্ব কতটা ভালোভাবে পালন করেছেন তা দেখার প্রয়োজন।
তিনি বলেন, করোনা টিকা নিয়ে কোন সংকট নেই, সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী জুন জুলাইয়ের মধ্যেই বিভিন্ন সোর্স থেকে দেশে পর্যাপ্ত টিকা নিয়ে আসা হবে।
আরও পড়ুন: টিকা নিয়ে লুটপাটের আয়োজন চলছে, অভিযোগ বিএনপির
হেফাজত প্রসঙ্গে হানিফ বলেন, একটি ঘটনা ঘটার পরেই সেটা নিয়ে বিভিন্নভাবে তদন্ত শুরু হয় এবং আরও বেশি তথ্য উপাত্ত পাওয়া যায়। হেফাজতের ক্ষেত্রেও তেমনটিই হয়েছে। মামুনুল কাণ্ডের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তেই হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দেশ বিরোধী বিভিন্ন অপকর্মসহ নারী কেলেংকারির অভিযোগ পাওয়া যায়।
আরও পড়ুন: করোনা: কুষ্টিয়ায় প্রথম টিকা নেবেন হানিফ
বিতরণ অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ আসনের (কুমারখালী-খোকসা) সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি ডা. এস এম মুস্তানজীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ বছর আগে
করোনা মোকাবিলায় কমিউনিটি রেডিওগুলোর নিরন্তর সম্প্রচার
মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করতে দেশের কমিউনিটি রেডিওগুলো সরকারি নির্দেশাবলী অনুসরণ করে নিরন্তর অনুষ্ঠান প্রচার করছে।
বাংলাদেশ এনজিওস নেটওয়ারর্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) কমিউনিটি রেডিও স্টেশনগুলির জন্য প্রয়োজনীয় আপডেট তথ্য এবং উপকরণ সংগ্রহ করে প্রদান করছে।
জনগণকে বাড়িতে থাকা, নিরাপদ থাকা, জরুরি ভিত্তিতে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করা, সভা-সমাবেশ এড়িয়ে চলা, মাস্ক পরা এবং ঘন ঘন হাত পরিষ্কার করার বিষয়ে গ্রামীণ জনগণকে উৎসাহিত করে চলেছে রেডিওগলো।
আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে
বিশেষ করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে কোভিড-১৯ এর টিকা প্রদানে অগ্রাধিকার ও সরকার ঘোষিত কোভিডকালীন সময়ে যে বিভিন্ন প্রণোদনা ও সহায়তা প্রদান করছে সেগুলোতে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধ্যান্য দেয়ার জন্য বিশেষ গুরুত্বারোপ করে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।
কমিউনিটি রেডিও হলো গ্রামীণ জনগোষ্ঠীর কাছে জনগণের মাঝে তথ্য পৌঁছানোর অন্যতম একটি জনপ্রিয় মাধ্যম। গ্রামীণ জনগণ তাদের তথ্যের প্রাথমিক উৎস হিসাবে কমিউনিটি রেডিওর ওপর নির্ভর করে।
জাতীয় দৈনিক, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াগুলো কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য এই সব অনুষ্ঠানগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে রেডিওগুলোকে উৎসাহ প্রদান করছে।
চলমান লকডাউনে কমিউনিটি রেডিও স্টেশনগুলো কমিউনিটি সার্ভিস এনাউন্সমেন্ট, রেডিও স্পটস, জিঙ্গেল, নাটক, ম্যাগাজিন, জেলা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সাক্ষাৎকার, স্থানীয় জনগণের মতামত, সাক্ষাৎকার, জেলা ও উপজেলা প্রশাসনের সাক্ষাৎকার এবং কোভিড-১৯ এর টিকা গ্রহণ করার ওপর বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে।
কোভিড-১৯ এর কারণে সৃষ্ট সংকটে কমিউনিটি রেডিওগুলোর সম্প্রচার অব্যাহত রাখার জন্য সরকারি ও বেসরকারিভাবে জরুরি অনুদান প্রদানের দাবি জানিয়েছে বিএনএনআরসি।
৩ বছর আগে
করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালন করুন: প্রধানমন্ত্রী
দেশব্যাপী করোনার নতুন ঢেউ মোকাবিলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালন করতে রবিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নবনির্মিত প্রধান কার্যালয় ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণে কিছু নির্দেশনা জারি করেছি। জনগণ যাতে নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলে সেজন্য আপনাদের সবাইকে বিশেষ নজর দিতে হবে।’
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০ তলা ভবনটি উদ্বোধন করেন।
তিনি বলেন, তার সরকার অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে যথেষ্ট সচেতন, তবে সবার আগে মানুষের জীবন।
আরও পড়ুন: হাসিনার পাশে বসে বাংলাদেশের গল্প শুনতে এসেছি: ভুটানের প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দা প্রত্যক্ষ করেছে, তবে বাংলাদেশ অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে এবং এর অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বেশি। ‘আমাদের এটি (বৃদ্ধির ধারা) ধরে রাখতে হবে,’ বলেন তিনি।
প্রধানমন্ত্রী স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সবাইকে অনুরোধ করেন যাতে জনগণ স্বাস্থ্য সুরক্ষা বিধি ও নির্দেশনাবলী মেনে চলে।
‘নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখতে হবে। সারাদেশে দায়িত্বে থাকা আপনাদের সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে সবাই এটি যথাযথভাবে অনুসরণ করে,’ তিনি বলেন।
কোভিড-১৯ মহামারির প্রথম ঢেউ মোকাবিলায় ভূমিকা রাখার জন্য এনএসআই সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি এবার এনএসআইকে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বলেছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের।
২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী এনএসআই প্রধান কার্যালয়ের জন্য ২০ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
৩ বছর আগে
করোনা মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের
কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট স্বাস্থ্যগত ও আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ।
৩ বছর আগে
যাদু বা ম্যাজিক দিয়ে করোনা নিয়ন্ত্রণ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক শনিবার বলেছেন, যাদু বা ম্যাজিক দিয়ে দেশের করোনা নিয়ন্ত্রণ হয়নি।
৩ বছর আগে
করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর প্রশংসা করে ২ বার চিঠি দিয়েছে ডব্লিউএইচও: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দুইবার চিঠি দিয়েছে বলে রবিবার জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
৩ বছর আগে
করোনা মোকাবিলায় আরও ২ প্রণোদনা কর্মসূচি অনুমোদন
দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে ২ হাজার ৭০০ কোটির টাকার আরও দুই প্রণোদনা কর্মসূচি অনুমোদন করেছে সরকার।
৩ বছর আগে
করোনা মোকাবিলায় ভ্যাকসিন অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
বিশ্বব্যাপী যখন চলছে করোনার দ্বিতীয় ঢেউ, সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সমানতালে বেড়েই চলেছে প্রাণহানি, কোনোভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছিল না এই ভাইরাসের; ঠিক তখনই একের পর এক দেশ মহামারি এই ভাইরাস মোকাবিলায় অনুমোদন দিয়ে যাচ্ছে কোভিড-১৯ ভ্যাকসিন।
৪ বছর আগে