জন হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৩৩ জনে। গত ২১ জানুয়ারি ওয়াশিংটনে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
জন হপকিন্সের তথ্য অনুযায়ী- যুক্তরাষ্ট্রে পর সংক্রমণের দিকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত ৪ লাখ ১১ হাজার ৮২১ জন। মৃত্যুবরণ করেছেন ২৫ হাজার ৫৯৮ জন।
যুক্তরাজ্যে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মারা গেছেন ৩৭ হাজার ৫৪২ জন। এরপরেই ইতালিতে ৩৩ হাজার ৭২, ফ্রান্সে ২৮ হাজার ৫৯৯ এবং স্পেনে ২৭ হাজার ১১৭ জন মারা গেছেন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।