পুলিশের এক প্রতিবেদনের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, প্রতিবেশী সোমালিয়া থেকে আসা জঙ্গিরা গরিস্সা প্রদেশের কামুদি এলাকায় হামলা চালিয়ে একটি পুলিশ চৌকিতে আগুন ধরিয়ে দেয় এবং একটি টেলিযোগাযোগ স্থাপনা ধ্বংস করে দেয়।
পুলিশের ওই প্রতিবেদনে বলা হয়, হামলায় তিন অমুসলিম শিক্ষককে হত্যা এবং একজন মুসলিমকে অপহরণ করা হয়। হমলাকারীরা একজন নারী নার্সকে ছেড়ে দেয়।
২০১১ সাল থেকে সোমালিয়ায় কেনিয়ার সেনা মোতায়েন থাকার কারণে এর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে আল-শাবাব। এর প্রেক্ষিতে কেনিয়ায় অসংখ্য হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছে সংগঠনটি।
চলতি মাসের শুরুর দিকে কেনিয়া ও মার্কিনবাহিনীর ব্যবহৃত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় আল-কায়েদা সমর্থিত সংগঠন আল-শাবাব। হামলায় তিন মার্কিন নাগরিক ও বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে গত ২ জানুয়ারি লামু এলাকায় একটি হামলায় চারজন নিহতের ঘটনায় দায় স্বীকার করে আল-শাবাব।