চীনের ঝিনজিয়াংয়ের বৃহত্তম ঈদ কাহ মসজিদ দেশ-বিদেশের অনেক পর্যটককে আকৃষ্ট করে থাকে।
কাশগর প্রাচীন শহরের কেন্দ্রে অবস্থিত মসজিদটিকে স্থানীয় নিদর্শনগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে প্রাচীন সিল্ক রোডে অবস্থানের জন্য কাশগর ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ছিল।
মসজিদের ইমাম মোহাম্মদ জুম্মাহ সফররত বাংলাদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধি দলকে বলেন, ‘দু’টি প্রধান ধর্মীয় উৎসবের সময় মসজিদটি প্রায় ২০ হাজার মানুষ ধারণ করতে পারে।’
তিনি বলেন, মুসল্লিরা প্রতিদিনের পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়াও জুমার নামাজের জন্য মসজিদে জড়ো হন।
স্থানীয় কর্মকর্তারা বলেন, কাশগরের বাসিন্দারা ধর্মীয় পর্যটকদের ক্রমবর্ধমান উপস্থিতির সঙ্গে উন্নত জীবন উপভোগ করে থাকে, এতে তাদের ব্যবসা বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশকে নতুন রপ্তানি গন্তব্য হিসেবে ভাবছে চীনা কফি উৎপাদনকারীরা