হারারে, ১৬ ফেব্রুয়ারি (সিনহুয়া/ইউএনবি)- জিম্বাবুয়ের মেসোনাল্যান্ড ওয়েস্ট প্রদেশে বাঁধ ভেঙে গিয়ে স্বর্ণ খনির দুটি খাদে থাকা ৬০ জনের অধিক মানুষ পানিতে ডুবে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সরকার, গণপূর্ত ও জাতীয় গৃহায়ণমন্ত্রী জুলাই মোয়ো জানান, খনিতে আটকা পড়া অবৈধ খননকারীর সংখ্যা আনুমানিক ৬০ থেকে ৭০ জনের মতো হতে পারে।
শুক্রবার এক বিবৃতিতে মোয়ো বলেন, রাতের বেলা ভারী বৃষ্টিপাতের কারণে ওই এলাকা প্লাবিত হয়ে যাওয়ায় জীবিতদের খুঁজে পাওয়ার আশা শেষ হয়ে যাচ্ছে।
উদ্ধারকারীরা দুটি সংযুক্ত টানেল থেকে সফলভাবে পানি অপসারণ করেছেন এবং লাশ উদ্ধারের কাজ শনিবার শুরু হবে বলে জানান তিনি।
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া এ ঘটনাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছেন।
মেসোনাল্যান্ড ওয়েস্ট প্রদেশ বিষয়ক মন্ত্রী মেরি ম্লিসওয়া-চিকোকা বলেন, নিরাপত্তা বিষয়ে মান বজায় রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে এ দুঃখজনক ঘটনা খনি কর্তৃপক্ষ এবং খনি শ্রমিকদের জন্য একটি বড় সতর্ক বার্তা।