ওয়াশিংটনের রোন্যাল্ড রিগ্যান বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ হওয়া সামরিক হেলিকপ্টারে মার্কিন সামরিক বাহিনীর তিন সেনা ছিলেন। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন।
তিনি বলেন, সেনাদের পদমর্যাদা সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি। কিন্তু হেলিকপ্টারে কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন না।
আরেক কর্মকর্তা বলেন, ভার্জিনিয়ার ফোর্ট বেলভয়র ঘাঁটি থেকে পরিচালিত হতো সামরিক বাহিনীর ইউএইচ-৬০ নামের এই হেলিকপ্টার।
জয়েন্ট টাস্কফোর্স ন্যাশনাল ক্যাপিটল রিজনের মুখপাত্র হিদার চেইরেজ বলেন, একটি প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছিল এটি।
আরও পড়ুন: রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে বিমান দুর্ঘটনা: ১৮ জনের লাশ উদ্ধার
বুধবার (২৯ জানুয়ারি) রাতে বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এর পর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।
আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাদের পরিচালনাধীন উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু।