যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে পাখিদের মধ্যে উচ্চ সংক্রমক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্ত করা হয়েছে বলে শনিবার দেশটির ফেডারেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
লং আইল্যান্ডের অবাণিজ্যিক ব্যাকইয়ার্ড থেকে নেয়া পাখির নমুনা কর্নেল ইউনিভার্সিটি অ্যানিমাল হেলথ ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করা হয় এবং আইওয়া, আমেসে ইউএসডি’র প্রাণী ও উদ্ভিদ স্বাস্থ্য পরিদর্শন পরিষেবা ল্যাবে তা নিশ্চিত করা হয়।
ইউএসডিএ এক বিবৃতিতে জানিয়েছে, নিউইয়র্ক রাজ্যের কর্মকর্তারা সাফোক কাউন্টির ওই এলাকা আলাদা করে রেখেছেন এবং রোগের বিস্তার রোধে ক্ষতিগ্রস্ত খামারের পাখিদের জনশূন্য করা হবে। ওই ঝাঁকের পাখি খাদ্য ব্যবস্থায় প্রবেশ করবে না।
আরও পড়ুন: ইউক্রেন সীমান্তে আরও ৭ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ ইন্ডিয়ানার বাণিজ্যিক টার্কি খামার, কেনটাকিতে বাণিজ্যিক ব্রয়লার মুরগির ঝাঁক এবং উত্তর ভার্জিনিয়ায় মিশ্র প্রজাতির পাখির ঝাঁকে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে।
ইন্ডিয়ানা রাজ্যের কর্মকর্তারা শনিবার নিশ্চিত করেছেন, এই রাজ্যের চতুর্থ বাণিজ্যিক হাঁস-মুরগির ঝাঁকে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। কর্মকর্তারা রোগের বিস্তার রোধ করতে খামারের ১৫ হাজার ২০০ পাখি নিধন শুরু করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ মহড়া ২০ ফেব্রুয়ারি শুরু
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বলছে, সাম্প্রতিক সময়ে বার্ড ফ্লু শনাক্তকরণ তাৎক্ষণিক জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে না।
এছাড়া ইউএসডিএ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এই ভাইরাস কোনো মানুষের মাঝে এখনও শনাক্ত হয়নি।