নৃশংস ওই হামলার পর মঙ্গলবার অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার সংসদের প্রথম অধিবেশনে তীব্র নিন্দার মুখে পড়তে হয় ফ্রেজার অ্যানিংকে।
গত ১৫ মার্চ শুক্রবারের জুমার নামাজের সময় ব্রেন্টন ট্যারেন্ট নামে এক উগ্রবাদী শ্বেতাঙ্গ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ৫০ জন নিহত ও অর্ধ-শতাধিক গুলিবিদ্ধ হন। এ হামলার পেছনে মুসলিম অভিবাসন নীতিকে দায়ী করেন সিনেটর অ্যানিং। তিনি বলেন, মুসলিম অভিবাসন ও সহিংসতা যে ঘনিষ্ঠভাবে জড়িত, ক্রাইস্টচার্চ হামলার পরও কি কেউ তা অস্বীকার করতে পারবে?
হামলার বিষয়ে এরকম মুসলিমবিদ্বেষী মন্তব্য করায় সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ভাঙেন উইল কনোলি নামের এক বালক। পরে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ১৭ বছর বয়সী ছেলেটি ‘এগ বয়’ (ডিম বালক) হিসেবে সারা বিশ্বে আলোচনায় আসেন। ডিম নিক্ষেপের পর সিনেটর ওই বালককে চর-থাপ্পড় দেয়। পরবর্তীতে সিনেটরের অনুসারীরা বালকটিকে ধরে ফেলে।
ডিম নিক্ষেপকারী বালককে চর-থাপ্পড় দেয়ার কারণে মুসলিম বিদ্বেষী সিনেটরকে অভিযুক্ত করা উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
জাতীয় আইন পরিষদ থেকে অ্যানিংয়ের অপসারণের জন্য এক মিলিয়ন লোক অনলাইনে আবেদন জানিয়েছে। এর প্রেক্ষিতে বুধবার সংসদে তিরস্কার প্রস্তাবের মুখোমুখি হতে যাচ্ছেন ফ্রেজার অ্যানিং।
এদিকে মঙ্গলবার সংসদে ভারপ্রাপ্ত গভর্নমেন্ট সিনেট নেতা সিমোন বার্মিংহাম প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে সুর মিলিয়ে বলেন, ডিম নিক্ষেপকারী বালককে চর-থাপ্পড় দেয়ার কারণে মুসলিম বিদ্বেষী সিনেটরকে অভিযুক্ত করা উচিত।
অ্যানিংয়ের উদ্দেশে বার্মিংহাম বলেন, ‘আপনার মন্তব্যে মৌলিক মানবতার অভাব প্রকাশ পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘আপনার আচরণ সন্ত্রাসবাদ ও সহিংসতাকে আরও উসকে দিয়েছে। এই সংসদে যারা নির্বাচিত হয়ে এসেছে তাদের এ ধরনের আচরণ একেবারেই কাম্য নয়।’