হোস্টন, ১২ মার্চ (এপি/ইউএনবি)- মাত্র পাঁচ মাসের ব্যবধানে বড় ধরনের বিমান বিধ্বস্তের ঘটনায় নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্নের মুখের পড়েছে বিশ্বের জনপ্রিয় মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।
২০১৭ সালে অভিষেক হয় প্রতিষ্ঠানটির সর্বশেষ নতুন সংস্করণ ‘বোয়িং-৭৩৭ ম্যাক্স’।
২০১৮ সালের অক্টোবরে প্রথম বড় ধরনের দুর্ঘটনায় পড়ে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের বিমান। ইন্দোনেশিয়ায় জাভা সাগরে বিমানটি বিধ্বস্ত হয়ে ১৮৯ জন আরোহী নিহত হন।
সর্বশেষ গত ১০ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবিতে যাওয়ার পথে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হলে আটজন ক্রুসহ ১৫৭ আরোহীর সকলেই নিহত হয়।
এ দুটি বড় দুর্ঘটনায় বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে পড়েছে জনপ্রিয় বাণিজ্যিক বিমান প্রতিষ্ঠানটি।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে ইথিওপিয়া, মেক্সিকো, চীন, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ারলাইন্স কোম্পানিগুলোকে ওই মডেলের বিমান সাময়িকভাবে উড্ডয়ন না করানোর নির্দেশ দিয়েছে।