শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাট এলাকায় পতাকা খোলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে তৃণমূলের একজন ও বিজেপির দুজন কর্মী নিহত হয়েছেন বলে সিনহুয়াকে জানিয়েছে রাজ্যের স্থানীয় এক সরকারি কর্মকর্তা।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, তৃণমূল কর্মীরা সরকারি স্থান থেকে বিজেপির পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগানোর চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।
বিজেপি দাবি করেছে, নিহত তিনজনই তাদের স্থানীয় নেতা-কর্মী এবং সংঘর্ষের জন্য দলটি তৃণমূল কংগ্রেস প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করেছে।
পরিস্থিতি জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপির নেতা মুকুল রায়।
উল্লেখ, সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ক্ষমতাসীন বিজেপির তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টি নিজেদের অধিকারে নিয়েছে বিজেপি, অপরদিকে তৃণমূল পায় ২২টি আসন।