দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সংঘর্ষে গত নভেম্বর থেকে এ পর্যন্ত দুই ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
পাপুয়া অঞ্চলের সেনাবাহিনীর মুখপাত্র মুহাম্মাদ আইদী জানান, বৃহস্পতিবার এনদুগুয়া জেলায় সামরিক অস্ত্রে সজ্জিত ৫০ থেকে ৭০ জন বিদ্রোহী ২৫ জন সেনার ওপর হামলা চালায়। কয়েক ঘণ্টাব্যাপী চলে যুদ্ধ।
এর আগে গত ডিসেম্বরে ট্রান্স পাপুয়া হাইওয়েতে একটি নির্মাণ কারখানার শ্রমিকদের ওপর পাপুয়ান যুদ্ধাদের হামলায় ১৯ জন নিহত হয়েছিল।
২ ডিসেম্বরের ওই হামলার পর অধিকাংশ মানুষকে সেনাবাহিনী ও পুলিশ সদস্য ওই স্থান থেকে সরিয়ে নেয় এবং অভিযান শুরু করে।
ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির হামলায় গত নভেম্বর থেকে এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। নিরাপত্তা অভিযানের কারণেই এই হামলা বলে জানায় পাপুয়ানরা।
আইদী জানান, সেনাবাহিনী সাতজন পাপুয়ান যোদ্ধাকে হত্যা করেছে তবে তারা মাত্র একজনের দেহ পেয়েছেন। বাকিদের মরদেহ যোদ্ধারা নিয়ে গেছে।
এদিকে লিবারেশন আর্মির মুখপাত্র শেব্বি স্যামবোম জানান, পাঁচজন সৈন্য নিহত হয়েছে। তবে পাপুয়ার কোনো যোদ্ধা নিহত হয়নি বলে দাবি করেন তিনি।
দুই গ্রুপই অস্ত্র জব্দের কথা জানিয়েছে।