প্রকাশের মাত্র এক সপ্তাহের মধ্যে প্রিন্স হ্যারির আত্মজীবনীমূলক বই ‘স্পেয়ার’ বিশ্বব্যাপী ৩২ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। আশা করা হচ্ছে সর্বকালের সর্বাধিক বিক্রিত স্মৃতিকথাগুলোর মধ্যে স্থান পাবে এটি।
বৃহস্পতিবার স্পেয়ারের প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র্যান্ডম হাউস জানিয়েছে, প্রিন্স হ্যারির স্মৃতিকথাটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই ১৬ লাখ কপি বিক্রি হয়েছে।
এটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ‘আ প্রমিজড ল্যান্ড’ এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার ‘বিকিং’ এর মতো ব্লকবাস্টারগুলোর প্রথম সপ্তাহের বিক্রির সঙ্গে তুলনা করা হচ্ছে।
ব্রিটিশ প্রকাশনা সংস্থাটি জানান, গত সপ্তাহে প্রথম দিনেই যুক্তরাজ্যে প্রিন্স হ্যারির বই স্পেয়ারের বিক্রি সংখ্যা চার লাখ। হার্ডব্যাক,ই-বুক ও অডিওসহ আরও অসংখ্য বই বিক্রি হয়েছে।
আরও পড়ুন: ‘একাকীত্ব' মোকাবিলায় রাজা চার্লস নিজের সঙ্গে একটি টেডি বিয়ার রাখেন: হ্যারি
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার জন্য স্পেয়ারের প্রিন্ট, অডিও ও ডিজিটাল সংস্করণগুলো প্রকাশিত হয়। তা ছাড়া অন্য ১৫টি ভাষায় বইটির সংস্করণ বের হয়েছে। আরও ১০টি ভাষায় স্পেয়ারের সংস্করণ প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
নন-ফিকশন বইয়ের তালিকায় প্রিন্স হ্যারির স্মৃতিকথা স্পেয়ার রেকর্ড করতে পারে।
তবে,এ তালিকায় এগিয়ে আছে হ্যারি পটার সিরিজের বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস’। যা ২০০৭ সালে প্রথম ২৪ ঘন্টার মধ্যে ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছিল।
ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি আমেরিকান ঔপন্যাসিক জে আর মোহরিঙ্গারের সঙ্গে তার বইটি প্রকাশ করেছেন।
মোহরিঙ্গার আন্দ্রে আগাসির প্রশংসিত ‘ওপেন’ রচনায় সহায়তা করেছিলেন এবং ‘দ্য টেন্ডার বার’ এর লেখক।
আরও পড়ুন: করোন মুক্ত হলেন কমলা হ্যারিস
ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে ইতিহাস কমলা হ্যারিসের