ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপে শুক্রবার পদত্যাগপত্র জমা দেয়া শেষে শিগগিরই নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দেশটি।
স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে বৃহস্পতিবার দেয়া সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, দেশটিকে নতুন করে বিনির্মাণে ‘নতুন পথ’ সন্ধান করা হচ্ছে।
করোনাভাইরাসের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ ফরাসি অর্থনীতি পুনরায় পুনর্জীবিত করতে ম্যাখোঁ তার মেয়াদের শেষের দুই বছরের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন।
গত তিন বছরে ধরে ফিলিপের ‘অসামান্য কাজের’ প্রশংসাও করেন ইমানুয়েল ম্যাখোঁ।
তিনি বলেন, এ ধকল কাটিয়ে উঠে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথ খুঁজতে হবে।
দেশটির স্থানীয় নির্বাচনে জন্য সবুজ সংকেত পাওয়ার কয়েকদিন পরে এ রদবদলের চিন্তা করা হচ্ছে।