বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। বর্তামানে ডেল্টার নতুন ধরন ‘ডেল্টা প্লাস’ শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪২ লাখ ৬৫ হাজার ৭৯২ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৭ লাখ ৯২ হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৩০ কোটি ৫৬ লাখ ৩৩ হাজার ৯১০ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১৫ হাজার ৩০৯ জন।
আরও পড়ুন: কোভিড-১৯: দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ প্রাণহানি, শনাক্ত ১২,৭৪৪
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত মোট ৩ কোটি ১৮ লাখ ৫৫ হাজার ৭৮৩ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৭৮৫ জনে।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬০ হাজার ৮০১ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৬৬ হাজার ৫৮৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
আরও পড়ুন: ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ২১৮ রোগী হাসপাতালে
বাংলাদেশ পরিস্থিতি
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জন মারা গেছে। এর আগে ২৭ জুলাই ২৫৮ জনের মৃত্যু হয়েছিল। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ৭৪৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: দেশে করোনা আক্রান্তদের ৯৮ শতাংশ ডেল্টায় সংক্রমিত: বিএসএমএমইউ
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার ২৭.১২ শতাংশ। দেশে এই পর্যন্ত করোনায় মৃত্যুর হার ১.৬৬ শতাংশ।
নতুন করে ১৫ হাজার ৭৮৬ জনসহ মোট সুস্থ হয়েছে ১১ লাখ ৫৬ হাজার ৯৮৩ জন। সুস্থতার হার ৮৭.৪৭ শতাংশ।