লেবাননের বৈরুতে মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত ১৫৪ জনে পৌঁছেছে।
এ তথ্য জানিয়েছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান।
এছাড়া গুরুতর আহত অবস্থায় রয়েছেন আরও ১২০ জন। বিস্ফোরণের সময় চূর্ণবিচূর্ণ কাচের আঘাত লাগায় অনেকেরই অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে।
মোট আহত অন্তত পাঁচ হাজার মানুষের মধ্যে ২০ শতাংশের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।
মঙ্গলবার বিকালে বৈরুত বন্দরে দুটি বড় বিস্ফোরণের ঘটনায় বিপুল সংখ্যক মানুষ হতহত হওয়ার পাশাপাশি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।