ভারতে অবস্থান করা ছয়টি ধর্মের অবৈধ অভিবাসীরা দেশটির নাগরিক হওয়ার আবেদন করতে পারবেন। এ লক্ষ্যে বুধবার নাগরিকত্ব সংশোধন বিল অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
দেশটিতে অবস্থান করা বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মের অবৈধ অভিবাসীদের নাগরিক হওয়ার অনুমোদন দেবে বিলটি। তবে মুসলিমরা নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদেকার বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিল মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এবং সংসদে উপস্থাপনের পরে এই বিলটি নিয়ে একটি বিতর্ক হবে।’
আগামী সপ্তাহে ভারতীয় পার্লামেন্টে বিলটি উত্থাপন করা হতে পারে।
মুসলমানদের বাদ দেয়ায় এই বিলটিকে দেশের ধর্মনিরপেক্ষ নীতির বিরোধী বলে সমালোচনা করেছে বিরোধী দলগুলো।
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের আগের মেয়াদে লোকসভায় এই বিলটি পাস করেছিল। তবে আন্দোলনের কারণে রাজ্যসভায় বিলটি পাস হয়নি। বিগত লোকসভা ভেঙে দেয়ার পরে বিলটি বাতিল হয়ে যায়।