সোমবার এক টুইটে তিনি লেখেন, ‘অন্য একটা কাজে হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করিয়েছি। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আবেদন গত কয়েকদিনে, যারা আমার সংস্পর্শে এসেছেন নিজেকে কোয়ারান্টাইন করুন।’
এদিকে, প্রণব মুখার্জীর করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই টুইটে আরোগ্য কামনা করে শুভেচ্ছা পাঠাতে শুরু করেন রাজনীতিবিদরা।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘নিজের যত্ন নিন। আপনার দ্রুত আরোগ্য ও সুস্থ শরীরের প্রার্থনা করছি।’
কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল লেখেন, ‘আমি আশাবাদী উনি দ্রুত এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন।’
কর্নাটক কংগ্রেসের পরিচিত মুখ ডিকে শিবকুমার লেখেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্যের প্রার্থনা করি।’
এদিকে, করোনাভাইরাসে ভারতে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। প্রায় প্রতিদনই মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রটিতে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ভারতে করোনায় ২২ লাখের বোিশ মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ৩৮৬ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যন্ত্রণালয়ের সোমবারের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।