ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা শুক্রবার পর্যন্ত ২০ লাখ ছাড়িয়েছে। এছাড়া দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাড়ে ৪১ হাজার ছাড়াল।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ হাজার ৫৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৭ হাজার ৭৪ জনে। একই সাথে ২৪ ঘণ্টায় ৮৮৬ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৫৮৫ জনে দাঁড়িয়েছে।
এপির খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পর করোনা আক্রান্তের দিক দিয়ে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। যদিও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে সেখানে সুস্থতার হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মৃত্যুর দিক দিয়ে বিশ্বে ৫ম ভারত। দেশটিতে প্রাণহানির হার ২ শতাংশ, যা সবচেয়ে বেশি আক্রান্ত হওয়া দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।
জন্স হপকিন্সের তথ্য অনুসারে, আমেরিকায় মৃত্যুর হার ৩.৩ শতাংশ এবং ব্রাজিলে ৩.৪ শতাংশ।