ভারতের মহারাষ্ট্রে সোমবার ভোরে একটি আবাসিক ভবন ধসে পড়ে কমপক্ষে আটজন নিহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে এপি জানায়, ধসে পড়া চার তলা ওই ভবনের ধ্বংসস্তুপে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মুম্বাইয়ের কাছে অবস্থিত থানে জেলার ভিওয়ান্দি এলাকার কমিশনার পঙ্কজ আশিয়া জানান, ভবন ধসে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।
তিনি জানান, ওই ভবনটি ৩০ বছরেরও বেশি পুরোনো এবং এটি মেরামত করার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় তা সম্ভব হয়নি।
দেশটির ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) জানিয়েছে, ভোর ৪টার দিকে ভবনটি ধসে পড়ে।