এক সপ্তাহ আগে মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর যে রাজনৈতিক টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছিল তা নতুন নিয়োগের মাধ্যমে অবসান করা হলো। আর এর মাধ্যমে মাহাথিরের পুনরায় ক্ষমতায় ফেরা হলো না।
মাহাথিরের দল বেরসাতু পার্টির প্রধান মুহিউদ্দিনের নিয়োগ ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশনকে (ইউএমএনও) রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে আনছে। অথচ এদেরই ২০১৮ সালের নির্বাচনে হারিয়েছিল মাহাথিরের ক্ষমতাসীন জোট।
ইউএমএনও’র সাথে বেরসাতু কাজ করার পরিকল্পনা নিলে প্রতিবাদ জানিয়ে গত সপ্তাহে পদত্যাগ করেন মাহাথির। সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকসহ কয়েকজন ইউএমএনও নেতার দুর্নীতির দায়ে বিচার চলছে।
মুহিউদ্দিনের পরিকল্পনায় বাধা দিতে শনিবারই সাবেক প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের সাথে নতুন চুক্তিতে যান মাহাথির, কিন্তু তিনি মুহিউদ্দিনের প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে পারেননি।
শনিবার মালয়েশিয়ার রাজপ্রাসাদ থেকে ঘোষণা দেয়া হয় যে দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ মনে করেন মুহিউদ্দিনের প্রতি বেশির ভাগ সংসদ সদস্যের সমর্থন রয়েছে। তিনি রবিবার শপথ নেবেন।
৭২ বছর বয়সী মুহিউদ্দিনকে ২০১৫ সালে উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন নজিব। পরে তিনি ২০১৬ সালে মাহাথিরকে বেরসাতু পার্টি গড়ে তুলতে সাহায্য করেন।