করোনা মোকাবিলায় মার্কিন সরকার ভ্যাকসিনের চূড়ান্ত চাহিদা দেয়ার পর এ তথ্য নিশ্চিত করা হলো।
সংক্রমণ বৃদ্ধি এবং একইসাথে ক্রমবর্ধমান মৃত্যুর মিছিলের মধ্য দিয়ে প্রতিনিয়ত যেন আরও ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
আরও পড়ুন: করোনার টিকা কেনা ও বিতরণে এডিবির ৭৬ হাজার কোটি টাকার তহবিল
রবিবার সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্যমতে, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৬০ লাখ ৫৭ হাজার ৪৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট ২ লাখ ৯৭ হাজার ৭৮৯ জন মৃত্যুবরণ করেছেন।
এর আগে শুক্রবার কোভিড-১৯ ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: ফাইজারের টিকার বহুল ব্যবহারের সুপারিশ মার্কিন কমিটির
টিকা অনুমোদনে খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের (এফডিএ) সিদ্ধান্ত ব্যাপকভাবে পর্যালোচনা চালানোর পরই এসেছে। এছাড়া এর পেছনে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক চাপও ছিল। ট্রাম্প প্রশাসন এই সংস্থাকে খুবই ধীর বলে অভিযোগ করেন এবং শুক্রবারের মধ্যে টিকার অনুমোদন না দেয়া হলে এফডিএ প্রধান স্টিফেন হানকে সরিয়ে দেয়ারও হুমকি দেয়।
ট্রাম্প প্রশাসনের ভ্যাকসিন ডেভলপমেন্ট প্রোগ্রাম অপারেশন ওয়ার্প স্পিডের আর্মি জেনারেল গুস্তাভ পেরনা বলেছেন, ভ্যাকসিন সরবরাহের জন্য ট্রাকগুলো রবিবার সকালে বের হবে এবং সরবরাহকারী সংস্থা ইউপিএস ও ফেডেক্স রাজ্যগুলোর প্রায় দেড় শতাধিক বিতরণ কেন্দ্রে ফাইজারের ভ্যাকসিন সরবরাহ করা শুরু করবে। আরও ৪২৫টি কেন্দ্র মঙ্গলবার এবং বাকি ৬৬টি কেন্দ্র বুধবারে টিকা পাবে।
প্রাথমিকভাবে ৩ মিলিয়ন টিকা রাজ্যগুলোতে সরবরাহ করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে অনুমোদন পাওয়া ফাইজার ও বায়োএনটেকের টিকা স্বাস্থ্যকর্মী ও নার্সিং হোমে থাকা রোগীদের আগে দেয়া হবে বলে ধারণা করা হলেও বিষয়টি এখনও পরিষ্কার নয়। পেরনা বলেছেন, স্বাস্থ্য কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: যুক্তরাজ্যে করোনার টিকা প্রয়োগ শুরু
কোভিড-১৯ থেকে সম্পূর্ণ সুরক্ষার জন্য প্রথমবার টিকা গ্রহণকারীদের কিছুদিন পর দ্বিতীয় ডোজও নিতে হবে।
ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন ছাড়াও মর্ডানার ভ্যাকসিন অনুমোদনের বিষয়টিও ভাবছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহেই এই ভ্যাকসিনের অনুমোদন দেয়া হতে পারে। এছাড়া জানুয়ারির শুরুর দিকে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনও বাজারে আসতে পারে। এটা বর্তমানে চূড়ান্ত ট্রায়ালে আছে।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় ভ্যাকসিন অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এর আগে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা ও সৌদি আরব ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় বৈশ্বিক সংহতির আহ্বান জাতিসংঘ প্রধানের
জেএইচইউ এর তথ্য অনুযায়ী-কোভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৩ হাজার ৫৮২ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ১৬ লাখ ৩৬ হাজার ৯৮৮ জনে। করোনা থেকে বিশ্বব্যাপী মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৮৬১ জন।