ঢাকা, ১৬ আগস্ট (ইউএনবি)- রাখাইন রাজ্যবিষয়ক স্বাধীন তদন্ত কমিশনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছে মিয়ানমার।
মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি বুধবার রাজধানী নেপিদোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কমিশনের চেয়ারপার্সন রাষ্ট্রদূত রোজারিও মানালো এবং সদস্য মিয়া থিন, রাষ্ট্রদূত কেনজু ওশিমা ও অধ্যাপক ড. অং তুন থিটকে স্বাগত জানান।
বৈঠককালে তারা কমিশনের কর্মপরিধি এবং এর কাজে সাহায্য করার জন্য একটি সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেন বলে মিয়ানমারের স্টেট কাউন্সিলর কার্যালয় জানিয়েছে।
রাখাইন রাজ্যে পুনর্মিলন, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য মিয়ানমার সরকারের উদ্যোগের অংশ হিসেবে তারা ৩০ জুলাই একটি স্বাধীন তদন্ত কমিশন প্রতিষ্ঠার ঘোষণা দেয়।
চারজন সদস্য নিয়ে এ কমিশন গঠন করা হয়েছে। তাদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক এবং দুজন বিদেশি।