এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদের ঘটনা।
অনলাইন পণ্য বিক্রির জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি।
বিচ্ছেদের চুক্তি অনুযায়ী, ৯০ দিনের মধ্যে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হলে ম্যাকেঞ্জি বেজোস অ্যামাজনের চার শতাংশ শেয়ারের মালিকানা পাবেন। অ্যামাজনের ১২ শতাংশ শেয়ারের মালিক থাকছেন জেফ বেজোস, বৃহস্পতিবার যার মূল্য ছিল ১০৮ বিলিয়নের বেশি।
২৫ বছরের সংসার জীবনে বেজোস ও ম্যাকেঞ্জির ঘরে চার সন্তান রয়েছে।
বৃহস্পতিবার এক টুইটে জেফ বেজোস বলেন, ‘বিচ্ছেদ প্রক্রিয়ায় উদারতা ও সহযোগিতা করার জন্য আমি ম্যাকেঞ্জির প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে বন্ধু ও সন্তানের বাবা-মা হিসেবে আমাদের সম্পর্ক ভালো থাকবে বলে আশা করছি।’
অন্যদিকে ঔপন্যাসিক ম্যাকেঞ্জি টুইটে বলেন, ‘অতীতের জন্য তিনি কৃতজ্ঞ। এখন ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি উত্তেজিত।’
গত জানুয়ারিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাবেক টেলিভিশন উপস্থাপিকার সঙ্গে জেফ বোজোসের প্রেমের খবর প্রকাশিত হওয়ার পরপরই বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন অ্যামাজনের সিইও।