লেবাননের বৈরুতে দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে বিমান হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
মঙ্গলবার এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, ওই কমান্ডারকে ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি নামে শনাক্ত করা হয়েছে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট অভিযানের দায়িত্বে ছিলেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, তার সঙ্গে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট বাহিনীর অন্যান্য গুরুত্বপূর্ণ কমান্ডাররাও ছিলেন।
তবে হিজবুল্লাহ কুবাইসির মৃত্যুর বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: ইসরায়েল-হিজবুল্লাহ লড়াইয়ের জেরে লেবাননে সব ফুটবল ম্যাচ স্থগিত
২০০৬ সাল থেকে লেবানন-ইসরায়েল সংঘাতের মধ্যে গত সোমবার শুরু হওয়া হামলা সবচেয়ে মারাত্মক ছিল। বোমা হামলায় লেবাননে এরইমধ্যে ৫৫০ জনেরও বেশি নিহত এবং ১৮০০ জনেরও বেশি আহত হয়েছে।
এই সংঘাতের থেকে যুদ্ধ সৃষ্টির সম্ভাবনা নিয়ে বৈশ্বিক রাজনীতিতে উদ্বেগ তৈরি হচ্ছে এবং এতে আরও অন্যান্য দেশ জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
আরও পড়ুন: লেবানন-ইসরায়েল পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ