শ্রীলঙ্কা, ২২ এপ্রিল (এপি/ইউএনবি)- শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মাহসিচব অ্যান্তোনিও গুতেরেস।
মুখপাত্র স্টিফেন ডুজারিক ও গুতেরেস জারিকৃত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে তারা বলেন, সারা বিশ্বের খ্রিস্টানদের পবিত্র দিনে গির্জা ও হোটেলে সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটেছে। তাদের আশা এ হামলার দায়ীরা বিচারের মুখোমুখি হবে।
বিবৃতিতে আরও বলা হয়, এ কঠিন পরিস্থিতি জাতিসংঘ শ্রীলঙ্কার সাথে রয়েছে এবং এ ঘটনার জন্য সংহতি প্রকাশ করছে।
প্রসঙ্গত, খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে পালনের সময় শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলসহ মোট আটটি স্থানে বোমা বিস্ফোরণে অন্তত ২৯০জন নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়।