সংবাদ প্রতিবেদনে বর্ণবাদী শব্দ অন্তর্ভুক্ত করায় শনিবার বিবিসি রেডিওর চাকরি ছেড়েছেন ব্রিটিশ উপস্থাপক সাইডম্যান।
ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে, ওয়ানএক্সট্রা (1Xtra) অনুষ্ঠানের উপস্থাপক সাইডম্যান, যার আসল নাম ডেভিড হোয়াইটলি বলেন, ‘এটি আমাদের সম্প্রদায়ের মুখে থাপ্পড় দেয়ার মতো। এ বিষয়ে বিবিসির পক্ষ থেকে দু:খ প্রকাশ না করায় আমি সংস্থাটির সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না।’
গত মাসে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রিস্টলে এক কৃষ্ণাঙ্গ যুবকের ওপর সহিংস হামলার প্রতিবেদন করার সময় বিবিসি ওই শব্দটির অন্তর্ভুক্ত করেছিল বলে জানা গেছে।
তবে ওই শব্দটি ব্যবহারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বিবিসি বলেছে, তারা ওই হামলার বর্ণবাদী প্রকৃতিই তুলে ধরতে চেয়েছিল।
এদিকে, ওই প্রতিবেদনের সম্প্রচার নিয়ে বিবিসির কাছে ১৮ হাজারেরও বেশি মানুষ অভিযোগ করেছে।