বিবিসি
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং বরখাস্ত
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউকে প্রধানমন্ত্রী ট্রাস শুক্রবার মিনি-বাজেটের কিছু অংশে ইউ-টার্ন ঘোষণা করবেন এমন জল্পনা-কল্পনার মধ্যে খবরটি আসে।
এর মানে হলো যুক্তরাজ্যের চ্যান্সেলর পদে সবচেয়ে কম সময়ের রেকর্ডে দ্বিতীয় অবস্থানে উঠে আসলো কোয়ার্টেং এর নাম।
১৯৭০ সালে চাকরি নেয়ার ৩০ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সবচেয়ে কম সময়ের চ্যান্সেলর বা অর্থমন্ত্রী ইয়ান ম্যাক্লিওড।
২০১৯ সাল থেকে যুক্তরাজ্যের চারজন চ্যান্সেলর হয়েছেন। যার মধ্যে নাদিম জাহাভি যিনি বরিস জনসনের অধীনে একটি স্বল্পস্থায়ী রদবদলের সময় ৬৩ দিনের জন্য তৃতীয় সংক্ষিপ্ততম মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন এবং সাজিদ জাভিদ যিনি ২০৪ দিন দায়িত্ব পালন করেছিলেন। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চতুর্থ সংক্ষিপ্ততম মেয়াদ ছিল।
কোয়াসি কোয়ার্টেং- যিনি যুক্তরাজ্যের চ্যান্সেলর হিসাবে তার চাকরির বাইরে রয়েছেন – কেবলমাত্র তিনি নিশ্চিত করেছেন যে তিনি ছেড়ে দেয়ার পরিবর্তে প্রধানমন্ত্রী লিজ ট্রাস তাকে বরখাস্ত করেছেন।
তিনি খবরটি নিশ্চিত করে একটি চিঠি টুইট করেছেন, বলেছেন যে তাকে ‘একপাশে দাঁড়াতে বলা হয়েছে’।
অর্থনৈতিক স্বার্থে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের এ পরিকল্পনার জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘আমরা বহু বছর ধরে সহকর্মী এবং বন্ধু ছিলাম।’
তিনি নেপথ্যে থেকে ট্রাসের প্রতি তার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। ২৩ সেপ্টেম্বর তার মিনি-বাজেটের পরে বাজারের অস্থিরতা স্বীকার করেছেন কোয়ার্টেং।
তিনি লিখেছেন যে তার পরিকল্পনা প্রকাশের পর ‘অর্থনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তিত হয়েছে’ যার মধ্যে রয়েছে ৪৫ বিলিয়ন ইউরো ট্যাক্স কর্তন করে সরকারি ঋণে অর্থায়ন করা।
কোয়ার্টেং বলেছেন, ‘আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি তা অবিশ্বাস্যভাবে কঠিন জেনেই কাজটি নিয়েছিলাম।’
তিনি যে পদক্ষেপগুলো ঘোষণা করেছিলেন সেগুলোর পক্ষ নিয়ে তিনি বলেন, ক্রমবর্ধমান সুদের হার এবং বিদ্যুতের দামের মতো সমস্যাগুলোকে মোকাবিলা করার জন্য ‘স্থিতাবস্থা অনুসরণ’ করার আর কোনও ‘বিকল্প ছিল না’।
আরও পড়ুন: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
যুক্তরাজ্যে শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, টিকটককে গুনতে হতে পারে বড় জরিমানা
বাংলাসহ ১০ ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ করছে বিবিসি
বাংলাসহ ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করে দিচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস।
বিবিসি জানিয়েছে, কোনো ভাষার পরিষেবা বন্ধ করা হচ্ছে না। তবে দর্শক-শ্রোতাদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এর বেশ কয়েকটিকে অনলাইন মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে।
রেডিও সম্প্রচার বন্ধ করতে যেয়ে বিবিসিকে ৩৮২টি পদ বন্ধ করতে হবে। তবে প্রতিষ্ঠানটি বিশ্ব পরিষেবার জন্য বার্ষিক দুই কোটি ৮৫ লাখ পাউন্ড অর্থ বাঁচাতে পারবে বলে বিবিসি জানায়।
বাংলার পাশাপাশি অন্য যে ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ হতে যাচ্ছে-আরবি, ফারসি, চীনা, কিরগিজ, উজবেক, হিন্দি, ইন্দোনেশীয়, তামিল ও উর্দু।
লাইসেন্স ফি বাবদ অর্থ বৃদ্ধির বিষয় উল্লেখ করে উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান খরচের সাথে তাল মিলিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানায়। তাছাড়া বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস আধুনিক, ডিজিটাল নির্ভর এবং সুবিন্যস্ত পরিষেবাকে সমর্থন করে।
বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস একটি আন্তর্জাতিক মাল্টিমিডিয়া সম্প্রচারকারী পরিষেবা। যা রেডিও, টেলিভিশন ও অনলাইন প্লাটফর্মে প্রতি সপ্তাহে প্রায় ৩৬ কোটি ৩০ লাখ মানুষের কাছে পৌঁছায়।
আরও পড়ুন: সংবাদ প্রতিবেদনে বর্ণবাদী শব্দ অন্তর্ভুক্ত করায় চাকরি ছাড়লেন বিবিসির উপস্থাপক
চীনে বিবিসি’র সম্প্রচার নিষিদ্ধ
রাশিয়ায় বিবিসিসহ একাধিক বিদেশি গণমাধ্যম নিষিদ্ধ
অবাধ ও সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র আ.লীগের আমলেই হয়: বিবিসিকে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের আমলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়।
রবিবার প্রচারিত বিবিসির সাংবাদিক লরা কুয়েনসবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের আমলেই আপনারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে পাবেন।’
প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে বর্তমানে যুক্তরাজ্য সফররত শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে তার বাবাসহ পরিবারের ১৮ সদস্যকে হত্যার পর বাংলাদেশে কোনো গণতন্ত্র বা গণতান্ত্রিক অধিকার ছিল না।
তিনি বলেন, হত্যাকাণ্ডের পর সামরিক স্বৈরশাসকরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবং প্রকাশ্যে বা গোপনে দীর্ঘদিন দেশ শাসন করেছে।
হাসিনা বলেন, সামরিক শাসকরা রাজনৈতিক দল গঠন করেছে এবং তারা কখনোই জনগণের কাছে গিয়ে ভোট চায়নি।
আরও পড়ুন: রাজার সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
প্রধানমন্ত্রী বিবিসিকে বলেন, ‘তারা সেনাবাহিনী, প্রশাসন এবং সবকিছুকে শুধু ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করেছে।’
বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্রিটিশ হাইকমিশনারের তার সরকারের প্রতি আহ্বানের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তিনি সচেষ্ট।
গুমের অভিযোগের বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, যে কেউ অভিযোগ করতে পারে, তবে অভিযোগ কতটুকু সত্য তা আপনাকে মূল্যায়ন করতে হবে।
প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রতিটি কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদানে প্রয়াত রানির সাথে সাক্ষাত করেছেন এবং কথা বলেছেন।
প্রয়াত রানির সঙ্গে স্মৃতির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন,‘তার চমৎকার স্মৃতিশক্তি ছিল এবং তিনি আমাকে না দেখলে তখন খোঁজ নিতেন। বলতেন, হাসিনা কোথায়?
আরও পড়ুন: ‘একজন অভিভাবকের বিদায়’: রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার
প্রধানমন্ত্রী বলেন, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের রানি হলেও তিনি কমনওয়েলথেরও নেতা ছিলেন। তাই, কমনওয়েলথের সদস্য হিসাবে তিনি আমাদের কাছে অনেক মূল্যবান ছিলেন।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা রানিকে ভালোবাসি। তিনি খুব স্নেহশীল ছিলেন। আমি ভাগ্যবান যে তিনি সব সময় আমার নাম মনে রেখেছেন। আমি তাকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি।’
আরও পড়ুন: নতুন দিগন্তের সূচনা হয়েছে: ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী
রাশিয়ায় বিবিসিসহ একাধিক বিদেশি গণমাধ্যম নিষিদ্ধ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর দমনমূলক ব্যবস্থা তীব্রতর করেছেন। এছাড়া দেশটিতে ‘ভুয়া’ প্রতিবেদন ছড়ানোকে অপরাধ গণ্য করে একটি আইন পাস করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার; ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি, জার্মান ডয়েসে ভেলে, লাটভিয়া ভিত্তিক ওয়েবসাইট মেডুজাকে রাশিয়ায় নিষদ্ধ করা হয়েছে।
রুশ যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাডজোর জানায়, তারা প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে টুইটার ও ফেসবুক বন্ধ করেছেন। এর আগে নিয়ন্ত্রক সংস্থাটি টুইটারের বিরুদ্ধে অভিযোগ তুলে তারা রুশ সরকারের নিষিদ্ধ করা আধেয় মুছে ফেলতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: পুতিনের বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল চায় ইউক্রেন
শুক্রবার বিকালে টুইটার এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটি রাশিয়ায় তাদের প্লাটফর্ম বন্ধের বিষয়ে জ্ঞাত রয়েছে। তবে বিষয় সেটা কি না তারা এখনও নিশ্চিত নয়।
রুশ সংসদের উভয় কক্ষে পাস হওয়া আইনে বলা হয়েছে, রুশ সামরিক বাহিনী সম্পর্কে মিথ্যা সংবাদ ছড়ানোর দায়ে তিন বছর পর্যন্ত সাজা বা জরিমানা এবং ‘গুরুতর পরিণতি’ রয়েছে এমন ক্ষেত্রে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড।
রুশ সংসদের নিম্নকক্ষের স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোডিন বলেছেন, এই ব্যবস্থা ‘যারা আমাদের সশস্ত্র বাহিনীকে অসম্মান করে এমন বিবৃতি দিয়েছে এবং তাদের কঠোর শাস্তি ভোগ করতে বাধ্য করবে।’
আরও পড়ুন: ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিভল
এদিকে বিভিন্ন গণমাধ্যম বলছে তারা রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করে দেবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এদের মধ্যে সিএনএন ও ব্লুমবার্গও রয়েছে। এছাড়া বিবিসি রাশিয়ায় কর্মরত তাদের সাংবাদিক কাজ সাময়িক স্থগিত করেছে।
হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সিওমারা কাস্ত্রো
হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বামপন্থী নেত্রী সিওমারা কাস্ত্রো। দেশটির রাজধানী তেগুসিগাল্পার জাতীয় স্টেডিয়ামে হাজারো মানুষ তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।
এছাড়া এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই প্রমুখ। বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ৬২ বছর বয়সী এ নেত্রী বলেন, তিনি একটি ‘ভাঙা’ দেশের নেতৃত্ব নিচ্ছেন। তবে সামাজিক ন্যায়বিচার ও স্বচ্ছতা অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন মিসেস কাস্ত্রো।
আরও পড়ুন: সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখার্জী হাসপাতালে
মিসেস কাস্ত্রো শক্তিশালী মাদক পাচারকারী চক্র মোকাবিলা ও কঠোর গর্ভপাত আইন উদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মিসেস কাস্ত্রোর স্বামী ম্যানুয়েল জেলায়া ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশটি শাসন করেন। পরে তাকে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়।
আরও পড়ুন: মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মান পাচ্ছেন বিপিন রাওয়াত
কিডস্ক্রিন অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলো সিসিমপুর
আন্তর্জাতিকভাবে সমাদৃত কিডস্ক্রিন অ্যাওয়ার্ডসের ‘বেস্ট মিক্সড মিডিয়া সিরিজ’ বিভাগে মনোনয়ন পেয়েছে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর।
বিশ্বজুড়ে শিশু ও পরিবার নিয়ে নির্মিত সেরা সিরিজ, এনিমেটেড ফিল্ম, লাইভ অ্যাকশন প্রোগ্রামসহ নানা ক্যাটাগরিতে বিভিন্ন অনুষ্ঠানকে পুরস্কৃত করে থাকে কিডস্ক্রিন অ্যাওয়ার্ড। আসছে ফেব্রুয়ারিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২২ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
কিডস্ক্রিন অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়ার বিষয়ে উচ্ছাস প্রকাশ করে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, নিঃসন্দেহে এটি ভীষণ আনন্দের সংবাদ। কিডস্ক্রিন অ্যাওয়ার্ড বিশ্বব্যাপী শিশুদের অনুষ্ঠানের জন্য অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার। বিশ্বের সেরা সেরা সব শিশুতোষ অনুষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিসিমপুর ‘সেরা তিন’ এ স্থান পেয়েছে। এটি অত্যন্ত গর্বের বিষয় যা আমাদের ভবিষ্যতের কাজকে দারুণভাবে অনুপ্রাণিত করবে।
আরও পড়ুন: বাংলাদেশের মিউজিক ভিডিওতে টলিউডের মিমি
উল্লেখ্য, ২০১০ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট পরিচালিত জরিপেও সিসিমপুর শিশুতোষ অনুষ্ঠান হিসেবে সেরা এবং সামগ্রিকভাবে তৃতীয় জনপ্রিয় অনুষ্ঠান নির্বাচিত হয়েছিল। ২০০৭ সালে পরিচালিত এসিপিআরের একটি দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, যেসব শিশু সিসিমপুর অনুষ্ঠানটি নিয়মিত দেখে, তারা তাদের চাইতে এক বছরের বড় শিশু, যারা সিসিমপুর দেখে না, তাদের চেয়ে ভাষা ও বর্ণ, গণিত এবং সামাজিক-সাংস্কৃতিক বিষয়ে বেশি দক্ষতা প্রদর্শন করেছে।
১৩তম সিজনের প্রতিটি পর্বে শিশুদের খেলার মাধ্যমে শেখা, অন্যকে সহযোগিতা করা এবং সহযোগিতার মাধ্যমে যে আনন্দলাভ হয়, এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হয়েছে, যা শিশুর বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। খেলার পাশাপাশি সিজনের প্রতিটি পর্বে সহযোগিতা, সহমর্মিতা, বিজ্ঞান, প্রকৃতি, ভাষা, গণিত ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে।
আরও পড়ুন: হয়ে গেল ‘মৃধা বনাম মৃধা’র প্রিমিয়ার শো
নির্যাতনে হত্যা: মিয়ানমারে গণহত্যার প্রমাণ পেয়েছে বিবিসি
জুলাই মাসে মিয়ানমারের সামরিক বাহিনী পরিচালিত বেসামরিক লোকদের উপর ধারাবাহিক গণহত্যায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে বলে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন সৈন্যরা (যাদের মধ্যে অনেকের বয়স মাত্র ১৭) গ্রামবাসীদের জড়ো করে তাদের মধ্য থেকে পুরুষদের আলাদা করে হত্যা করেছে।
ওই ঘটনার ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা গেছে, নিহতদের বেশিরভাগকে প্রথমে নির্যাতন করা হয় এবং পরে অগভীর কবরে মাটি চাপা দেয়া হয়।
মিয়ানমারের মধ্যাঞ্চলের সাগাইং জেলায় বিরোধীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কানি শহরাঞ্চলে জুলাই মাসে চারটি পৃথক ঘটনায় এই হত্যাকাণ্ড চালানো হয়।
আরও পড়ুন: মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস জাপানের
গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির নেতৃত্বে গঠিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে বেসামরিক নাগরিকদের প্রতিরোধের মুখে পড়েছে দেশটির সামরিক বাহিনী ।
বিবিসি কানির অন্তত ১১ জন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছে এবং তাদের অ্যাকাউন্টের সাথে মোবাইল ফোনের ফুটেজ ও দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করা যুক্তরাজ্য ভিত্তিক একটি এনজিওর মিয়ানমার উইটনেসের সংগৃহীত ফটোগ্রাফের সাথে তুলনা করে এই তথ্য প্রকাশ করেছে।
ওমিক্রনের বিরুদ্ধে প্রায় ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে কোভিড বুস্টার ডোজ
করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে কোভিড বুস্টার ডোজ কতটা কার্যকর প্রভাব রাখতে পারে তা বিশ্লষণ করে যুক্তরাজ্যের গবেষকরা বলেছেন, করোনার নতুন এ ধরন থেকে সৃষ্ট গুরুতর অসুস্থতার বিরুদ্ধে বুস্টার ডোজ প্রায় ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, টিকা করোনার আগের ধরনের বিরুদ্ধে যে সুরক্ষা দিয়েছে এ এ ধরনে কিছুটা কম দেবে।
আর এ তথ্য এমন সময়ে জানা গেলো যে দিন, বৃহস্পতিবার, যুক্তরাজ্যে রেকর্ড ৮ লাখ ৬১ হাজার ৩০৬ জনকে করোনার বুস্টার ডোজ দেয়া হয়েছে। করোনার ওমিক্রন ধরন নিয়ে সীমিত তথ্যের ওপর ভিত্তি করে লন্ডনের ইমপেরিয়াল কলেজ এ তথ্য প্রকাশ করেছে।
আরও পড়ুন: ওমিক্রনের বিরুদ্ধে ফাইজারের পিল কার্যকর
গবেষকরা বলছেন, দ্রুত সংক্রমক করোনার এ নতুন ধরন সম্পর্কে আরও বাস্তব তথ্য জানা না পর্যন্ত উচ্চ মাত্রার অনিশ্চিয়তা রয়েছে।
প্রাথমিকভাবে ইমপেরিয়াল কলেজের গবেষণায় ধারণা করা হচ্ছে, ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা কিছুটা কমবে। এমনকি বুস্টার ডোজ দিয়েও ওমিক্রন থেকে সৃষ্ট গুরুতর রোগের বিরুদ্ধে প্রায় ৮০ থেকে ৮৫.৯ শতাংশ সুরক্ষা পাওয়া যাবে। যা করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে ছিল প্রায় ৯৭ শতাংশ।
ইমপেরিয়াল কলেজের গবেষক অধ্যাপক আজরা গনি বলেন, করোনার ওমিক্রন ধরন থেকে সৃষ্ট রোগ আগের ধরন থেকে সৃষ্ট রোগের তুলনায় কতটা গুরুতর হবে সে ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে।
তিনি বলেন, ‘যদিও এটি সম্পূর্ণরূপে বুঝতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। তবে সম্ভাব্য প্রভাব কীভাবে প্রশমিত করা হবে সে বিষয়ে সরকারকে এখনই পরিকল্পনা নেয়া প্রয়োজন।’
আরও পড়ুন: ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে
যুক্তরাজ্য ওমিক্রন সংক্রমণের ঢেউয়ের মুখোমুখি: বরিস জনসন
চীনে বিবিসি’র সম্প্রচার নিষিদ্ধ
যুক্তরাজ্যে চীনের রাষ্ট্রায়ত্ত চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) লাইসেন্স বাতিল করার জন্য পাল্টা জবাব দেয়ার হুমকির এক সপ্তাহ পরই, চীনে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
বিবিসি’র ১০০ নারীর তালিকায় রামুর মেয়ে রিমার কীর্তিগাঁথা
বিবিসির ১০০ নারীর তালিকায় এবার বাংলাদেশের দুই নারী স্থান পেয়েছেন। তার মধ্যে কক্সবাজারের রামুর মেয়ে রিমা আক্তার রিমু একজন।