বৈরুত, ০৩ জুন (এপি/ইউএনবি)- সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহরে একটি মসজিদের কাছে রবিবার তুর্কি সমর্থকদের একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন সিরিয়ান বিরোধী কর্মীরা।
যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আজাজ শহরের ময়তুম মসজিদের কাছে ওই বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশুও রয়েছে।
আজাজ মিডিয়া সেন্টার জানায়, স্থানীয় কর্মীদের মতে ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইফতারের ঠিক পরেই এই বিস্ফোরণ ঘটে। ঈদুল ফিতরের আগে এই বিস্ফোরণের ঘটনা ভয়াবহ একটি বিপর্যয়।